Share with your friends

#Summary :সামারি এর ক্ষেত্রে শুধুমাত্র প্যাসেজের মূলভাব অর্থাৎ মূল কথাটি লিখতে হবে।উল্টপাল্টা সামারি লিখলে এক্সিমিনার সামারিতে কম নম্বর দিবে।এমনকি কেটেও দিতে পারে।তাই সুন্দর করে গুছিয়ে ৪ থেকে ৫ বাক্যের মধ্যে সামারি লিখতে হবে। #Graph Chart :গ্রাফ চার্টের ক্ষেত্রে আগে আপনি প্রাফটি বা চিত্রটি ভালভাবে বুঝে নিবেন যে প্রাফে বা চিত্রে কি বলতে চাচ্ছে।তারপর একটির পর একটি ধারাবাহিকভাবে লিখবেন।আর শেষের দিকে একটির সাথে অন্যটির তুলনা করবেন।এক্ষেত্রে গ্রাফ চার্ট লেখা দেড় থেকে দুই পৃষ্ঠার মধ্যে শেষ করবেন।

Talk Doctor Online in Bissoy App