আমি ইন্ডিয়াতে একটি প্রাইভেট ইউনিভার্সিটি তে তিন বছর মেয়াদি বি-টেক B.Tech-in-ME ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি  I can take the BCS exam. 
Share with your friends
সময়

Call

আপনার ডিগ্রি প্রাপ্ত ইউনিভার্সিটি যদি বাংলাদেশ সরকার কর্তৃক অগ্রহণযোগ্য ইউনিভার্সিটিতে না পড়ে তাহলে অবশ্যই আপনি  বি সি এস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

আপনার অর্জিত ৩ বছর মেয়াদী B.Tec in M.E ডিগ্রী যদি অনার্স/মাস্টার্স এর সমমান অথবা যে ক্যাডারপদে অাবেদন করবেন সে ক্যাডারপদের জন্য শিক্ষাগত যোগ্যতার সমমান হয় তাহলে আপনি বিসিএস পরীক্ষা দিতে পারবেন। আপনার অর্জিত ৩ বছন মেয়াদী B.Tec in M.E ডিগ্রী যদি অনার্স/মাস্টার্স অথবা যে ক্যাডারপদে অাবেদন করবেন সে ক্যাডারপদের জন্য শিক্ষাগত যোগ্যতার সমমান না হলে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। B.Tec in M.E ডিগ্রী অনার্স/মাস্টার্সের সমমান অথবা যে ক্যাডারপদে অাবেদন করবেন তার সমমান কিনা তা জানার জন্য অাপনকে শিক্ষা মন্ত্রণালয়ের ইকুইভ্যালেন্স কমিটি বরাবর যোগাযোগ করতে হবে। অারও কিছু জানার থাকলে অথবা কোন কিছু বুঝতে সমস্যা হলে মন্তব্য করে জানান।

Talk Doctor Online in Bissoy App