একটি ১০০০ KG ভরের একটি ট্রাক যাচ্ছিলো কোথাও । পথিমধ্যে ট্রাকটির উপরে কোনো একটা কাঁঠাল গাছ থেকে একটি কাঁঠাল পড়ে । এতে করে ট্রাকটির ভর হয়ে যায় ১০০১ KG । এর ৮-৯ কি.মি পরে ট্রাকটাকে একটা ছোটখাটো সেতু পাড় হতে হবে যে সেতুটার মেরামত চলছে ও কতৃপক্ষ এর জন্য ১০০০ KG এর বেশি কোনো ওজনের যানবাহন পাড় হতে দিচ্ছে না । এমনকি ১ KG বেশি হলেও অনুমোদন দিচ্ছে না । কিন্তু ট্রাকটা পাড় হয়ে যেতে পারলো । প্রকৃতপক্ষে ট্রাকটার ভর মাপার পর দেখা গেলো সেটা বরং ১০০০ KG থেকে কম । কাঁঠালটা কিন্তু তখনও ট্রাকের উপর ছিলো । এখন কথা হচ্ছে ভরটা কমে গেলো কি করে ? কমে যাওয়া ভরটুকু গেলোই বা কোথায় ?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কমে যাওয়া ভরটুকু ধোঁয়ার সঙ্গে বের হয়ে বায়ুমন্ডলে মিশে গেছে। আর্থাৎ, ট্রাকটির জালানী সহ ওজন ছিল, কিন্তু সেতু পর্যন্ত যেতে যেতে ট্রাকের কিছু জালানী কমে যাওয়ায় তার ওজন কমে গেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ