শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি অনেক চাকরি করতে পারবেন। যদি বেসরকারি জব করতে চান তবেঃ 


যেইসব চাকরি আপনার ডিগ্রীর সাথে সরাসরি সম্পর্কিতঃ 


  1. বিল্ডিং কন্ট্রোল সার্ভেয়ার (Building control surveyor) 
  2. ক্যাড প্রযুক্তিবিদ (CAD technician)
  3. পরামর্শক সিভিল ইঞ্জিনিয়ার (Consulting civil engineer)
  4. চুক্তিরত  সিভিল ইঞ্জিনিয়ার (Contracting civil engineer)
  5. নকশা প্রকৌশলী (Design engineer)
  6. পারমাণবিক প্রকৌশলী (Nuclear engineer)
  7. প্রকল্প প্রকৌশলী (Site engineer)
  8. কাঠামোগত প্রকৌশলী (Structural engineer)
  9. জল প্রকৌশলী (Water engineer) 

যেইসব চাকরি আপনার ডিগ্রীর সাথে সরাসরি ,নয় কিন্তু সম্পর্কযুক্তঃ


বিল্ডিং সেবা প্রকৌশলী (Building services engineer)

  1. নির্মাণ ব্যবস্থাপক (Construction manager)
  2. প্রকৌশল ভূতত্ত্ববিদ (Engineering geologist)
  3. পরিবেশগত পরামর্শদাতা (Environmental consultant)
  4. ভূতাত্ত্বিক প্রকৌশলী (Geotechnical engineer)
  5. পেটেন্ট অ্যাটর্নি (Patent attorney)
  6. পরিমাণ পরিমাপক (Quantity surveyor)
  7. স্থায়িত্ব পরামর্শদাতা (Sustainability consultant)
  8. নগর ডিজাইনার (Urban designer)

যদি সরকারি চাকরি করতে চান তবে আপনি বিসিএস দিতে পারেন অথবা মিলিটারিতে (সেনাবাহিনি,নৌবাহিনী,বিমান বাহিনী) একন ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিতে পারেন। 

মিলিটারিতে যোগ দিতে চাইলে এখন খুব ভালো সময়। Army,Airforce,Navy তিন জায়গাতেই এই মুহূর্তে লোক নিচ্ছে। এই বিষয় সম্পর্কিত কোনো তথ্য লাগলে নির্দ্বিধায় জিজ্ঞাস করতে পারেন ^_^ 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ