আপনি ফোনের সাথে যেই ইয়ারফোন ফ্রি পেয়েছেন তা দিয়েই কাজ হবে। আপনার ফোনের ভয়েস রেকর্ডার দিয়ে তা MP3 ফর্মেটে তৈরি করতে পারেন। যদি Windows 8/10 অথবা Mac ব্যবহার করেন তবে সেই ইয়ারফোন পিসি/ল্যাপটপ এ লাগিয়ে কম্পিউটারের ভয়েস রেকর্ডার দিয়েও রেকর্ড করতে পারবেন  যদি হাতে টাকা থাকে তবে কম্পিউটারে ব্যবহার করা একটা Headset/Headphone কিনতে পারেন যাতে মাইক্রোফোন আছে (কেনার সময় জিজ্ঞাস করবেন, অনেক হেডফোনে মাইক্রোফোন থাকে না।) ওয়্যারসহ কিনলে ৳৫০০ এর মধ্যে পাবেন। ওয়্যারলেস কিনলে ৳১৫০০-৳৩,০০০ এর মধ্যে পাবেন। ওয়্যারলেস না কেনাই ভালো কারন আমরা যেগুলো দকানে পাই সেগুলো ওরিজিনাল কোম্পানির ওয়্যারলেস হেডফোন নয়, ওরিজিনাল গুলো অনেক দামি। ৳৮,০০০- ৳২০,০০০ এর অপরেও হয় অনেকসময় ।    যদি বাজেট ভালো থাকে তবে একটা প্রফেশনাল মাইক্রোফোন কিনতে পারেন ৳১০,০০০-৳২০,০০০ দিয়ে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ