Samsung j6 মোবাইলটা কেমন? এটা কিনতে চাচ্ছি । এরকম বাজেটের মধ্যে অন্য ভাল মোবাইল কোনটি? 
Share with your friends

সিমিলার বাজেট (৳১৫০০০) এর মধ্যে বেস্ট ফোন গুলো হলঃ Vivo Y81, Xiaomi Mi A2 Lite, Oppo A3s


একটা কম্পেরিজন দিচ্ছি ৪ টা ফোনের ভেতর।  


Factor 1: Android Version


Samsung: 8.0

Vivo: 8.1

Xiaomi: 8.1 (but upgradeable to 9.0)

Oppo: 8.1


Factor 2: Camera


Samsung: 13,8 mpx

Vivo: 13,5 mpx

Xiaomi: 17,5 mpx

Oppo: 15,8 mpx


Factor 3: Ram/Rom


Samsung:3/32

Vivo:3/32

Xiaomi:3/32

Oppo:2/16


Factor 4: Special Feature

Samsung: Face Recognition,Finger print 

Vivo: I phone X look,Face Recognition, Split Screen,1.5 day long charged battery

Xiaomi:I phone X look,Face Recognition, Finger Print

Oppo: Big Display,Face Unlock


Factor 5: Downside


samsung: Non Removal Battery, বাজে Front Camera, ১ বছরের পর অনেক হ্যাং হবে এবং ব্যাটারি দুর্বল হবে।  

Vivo:Non Removal Battery,বডি টা প্লাস্টিকের বলে হাতে নিলে খুব একটা ভালো লাগে না। 

Xiaomi:Non Removal Battery, গ্লাসটা সহজে ভেঙ্গে জাবার সম্ভাবনা আছে ।

Oppo: Non Removal Battery, বডিটা পালিশ করা। অসাবধান থাকলে আঁচড় লাগতে পারে ফলে দেখতে খারাপ লাগবে।


এখন মুল কথায় আসি।


যদি ভালো সেলফি নিতে চান তবে Oppo নিন। ওদের সেলফি ক্যামেরা সেইরকম জোস। বাকি গুলর সেলফি ক্যাম ভালো, কিন্তু samsung এর সেলফি ক্যামেরা জঘন্য। কিন্তু এই ফোনটার জায়গা আর র‍্যাম কম। 


যদি ব্যাক ক্যামেরা/ফটোগ্রাফির জন্য কিনতে চান তবে samsung কিনুন। ওদের ব্যাক ক্যামেরা অসম্ভব ভালো। এতো ভালো রেজুলেসন android ফোনে আর কোথাও পাওয়া যায় না। ওদের ব্যাক ক্যামেরার pro mode  দিয়ে আপনি প্রফেশনালদের মতো ছবি তুলতে পারবেন। কিন্তু ১ বছর পর মানে ওয়ারেন্টি শেষ হলেই আপনার ফোনের অবস্থা খারাপ হবে। বেশিক্ষণ চার্জ থাকবে না। আর তা ছাড়াও ফোনটার সেলফি ক্যামেরা খারাপ। 


কিন্তু সবদিক দিয়ে ভালো ফন কিনতে চাইলে vivo কিনুন। এই বাজেটে এইটা overall best performance দিবে। কারন এইতার চার্জ ১.৫ দিন থাকে, ক্যামেরা ভালো। ডিজাইনটা জোস। এইটাতে কম্পিউটারের মতো মাল্টি-টাস্কিং করা যায়।   

Talk Doctor Online in Bissoy App
NirobAhmad

Call

আপনি আর সপ্তাখানিক অপেক্ষা করে শাওমির reDmi note 7 ডিভাইসটি কিনুন।

note 7 এর ৩/৩২ জিবি ভার্সনটি সম্ভবত ১৫হাজারের মধ্যে পাবেন।

এই ডিভাইসের আকর্ষণীয় দিকটা হচ্ছে এর মেইন ক্যামেরায় ইউজ করা হয়েছে ৪৮+৫ মেগস পিক্সেল ক্যামেরা।

আর ডিসপ্লে হলো

1080 x 2340 pixels, 19.5:9 ratio (~409 ppi density)

তাই ডিসপ্লে ও চমৎকার হবে।

আর ডিসপ্লে প্রটেকশন এর জন্যে রয়েছে 

Corning Gorilla Glass 5

প্রসেসর হলো,

Qualcomm SDM660 Snapdragon 660 (14 nm

মোট কথা এই বাজেটে এরকম একটা ফোন আপনি কল্পনাও করতে পারবন 

না।এটা কিভাবে সম্ভব তা শাওমিই ভালো বলতে পারবে।

আর রেডমি এখন থেকে তাদের তৈরী করা ফোনে XIAOMI  না লিখে

REDMI লিখবে।আর এ হিসাবে এটাই রেডমির প্রথম ফোন।

তাই হয়তো রেডমি গ্রাহকদের কে বড় একটা চমকই দেখালো।

Talk Doctor Online in Bissoy App