কেউ জেনে থাকলে বলবেন
Share with your friends

আপনার উচিত আগে প্রোগ্রামিং এবং বেসিক কম্পিউটার সাইন্স পারা। যে যত ভালো প্রোগ্রামিং পারে, তার জন্য সফটওয়ার ইঞ্জিনিয়ারিং এর ক্যারিয়ার তত উজ্জ্বল।


আপনি ভর্তি পরীক্ষার আগে যতটা টাইম পান , সেই টাইমটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখুন। 


সবথেকে ডিম্যান্ডেড এই ১০টি  প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোঃ

  1. Java
  2. Javascript
  3. HTML
  4. Python
  5. C#
  6.  C++
  7. XML
  8. Ruby
  9. PHP
  10. Perl

প্রোগ্রামিং শেখা অত্যন্ত সহজ যদি আপনি আগ্রহী হন। ঘরে ইন্টারনেট কানেকশন এবং একটা পিসি/ল্যাপটপ থাকলেই আপনি ঘরে বসে-বসে একাই প্রোগ্রামিং শিখতে পারবেন। 

যদি হাতে বেশ টাকা পয়শা থাকে তাইলে কোনো কোর্স করে ফেলতে পারেন। কিন্তু নিজে করাটাই বুদ্ধিমানের কাজ কারন আপনি বাসায় যা শিখবেন সেইটাই প্রতিষ্ঠান গুলো আপনাকে মোটা অংকের টাকার বিনিময় দেখাবে। 
Talk Doctor Online in Bissoy App