আমি বাসা বাড়িতে আম, জলপাই, চালতা, আমলকী এর আচার/চাটনি বানিয়ে   ব্যয়ম /বোতলজাত করে বাজারে বিক্রি করতে চাই। তো এই জন্য কি আমার কোন ট্রেডলাইসেন্স করতে হবে / বি এস টি আই এর লাইসেন্স লাগবে নাকি উভয়টাই  প্রয়োজন? আর যদি করা লাগবে তা হলে কোনটা কি ভাবে করতে হবে? অনুগ্রহ করে জানালে উপকৃত হতাম। 
শেয়ার করুন বন্ধুর সাথে