Bsc এর পূর্ণরূপ হচ্ছে Bachelor of Science (ব্যাচেলর অব সাইন্স)। সাইন্সের অর্থাৎ বিজ্ঞান বিভাগের যে কোন বিষয় নিয়ে অনার্স করাকে Bsc বলে। আপনি বিজ্ঞান বিভাগের যে কোন একটি বিষয় নিয়ে Bsc করতে পারবেন। পদার্থ,রসায়ন,প্রাণ রসায়ন,অণুজীববিজ্ঞান,গণিত,উদ্ভিদ বিজ্ঞান,পদার্থ বিজ্ঞান,পরিসংখ্যান,ফার্মেসী,সিএসসি,অাইসিটিসহ আরও অনেক বিষয়ে Bsc করতে পারবেন। Bsc করে অাপনি সরকারি ও বেসরকারি চাকুরি করতে পারবেন। Bsc করে শিক্ষক,গবেষক,ইঞ্জিনিয়ার,ব্যাংকার,বিসিএস ক্যাডারসহ অারও অনেক ভালো চাকুরি করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App