Stomach: Mucosal eythema is noted at the funds এটা কি বলুন eythema
Share with your friends
Call

এটি কোন রোগ নয়। রোগের লক্ষণ।

আপনার পাকস্থলীতে প্রদাহ থাকতে পারে, বা পেট জ্বলতে পারে।

তাই পেটের ভিতরের একটি স্থানে মিউকাসের দিকে রক্ত প্রবাহ বৃদ্ধি পেয়ে উক্ত জায়গাটা লাল হয়ে গেছে। 


রিপোর্ট পড়ে বুঝাই যাচ্ছে যে, রোগী তার পেটে অস্বস্তি অনুভব, বুক জ্বলা, কখনো ব্যথা অনুভব করেন।


আপনার ওজন কি ঠিক আছে? 


পরামর্শ : ব্যায়াম করবেন।

মানসিক চাপে কখনই থাকবেন না।

আঁশযুক্ত খাবার খাবেন।

ডাক্তারের দেয়া ওষুধ খাবেন।

Talk Doctor Online in Bissoy App