Jamiar

Call

না।। আসলে ক্রিম বা লোসন দিয়ে আপনার স্ত্রীর স্তন টাইট করতে পারবেন না। সাধারণত স্তনের সাইজ ৩৪/৩৬ তবে ৩৮ হলেও সমস্যা নাই। 


আর যদি আপনি মনে করেন যে স্তন বড় দেখায় তাহলে আপনি অন্যান্য ব্রা এর মাধ্যমেও বড় স্তনকে ছোট করতে পারেন। সেক্ষেত্রে পাতলা ধরণের দুটি ব্রা একত্রে পরিধান করুন। এক্ষেত্রে কাপড় বা পাতলা ফোম জাতীয় সঠিক কাপ সাইজের ব্রা পরতে পারেন।

 এতে আপনার স্তন টানটান থাকবে এবং আপনার স্তন ছোট দেখাবে।

 এছাড়া স্পোর্টস ব্রা পরতে পারেন। এতেও স্তনকে ছোট দেখাবে। ভুলেও টাইট ব্রা অথবা ব্লাউজ পরবেন না। স্তনের ৯০% ই ফ্যাট।যদি এই ফ্যাটের সিংহভাগ কমানো যায় তবে স্তনের আকার ছোট করা সম্ভব।তবে শুধু স্তনের ফ্যাট কামনো সম্ভব নয়। তাই নজর দিতে হবে সম্পূর্ণ শরীরের উপর।এক্ষত্রে ফিগার নিয়ন্ত্রন করাই শ্রেয় হবে ।

ধন্যবাদ। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ