আপনি এই দুই মাসে অফিস প্রোগ্রাম কোর্স করতে পারেন। অফিস প্রোগ্রামে আপনি শিখতে পারবেন ১.মাক্রোসফ্ট ওয়ার্ড ২. এম এস এক্সেল ৩. এম এস পাওয়ার পয়েন্ট ৪. এম এস এক্সেস ইত্যাদি। ভালো কোনো প্রতিষ্ঠান থেকে কোর্স করলে ৩০০০-৫০০০ টাকার মত লাগতে পারে।

Talk Doctor Online in Bissoy App
Call


SSC পরীক্ষার পর যে দুই মাসের মত সময় থাকে সে সময় আপনি কম্পিউটারের বিভিন্ন ধরনের কোর্স করতে পারেন। 


  1. কম্পিউটার অফিস এপ্লিকেশন 
  2. ওয়েবসাইট ডেভেলপমেন্ট 
  3. সি প্রোগ্রামিং 

  • কম্পিউটার অফিস এপ্লিকেশন:গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে পোস্ট-ই সেন্টারে ৬ মাস-১বছর মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স করানো হয়। এই কোর্সে ৪টি বিষয় (Microsoft office word,Ms office Excel,Ms office PowerPoint, Ms office Access.) ৬ মাস মেয়াদি এই কোোর্সটি করতে ৩-৫ হাজার টাকা খরচ হয়। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয়। 

  • ওয়েবসাইট ডেভেলপমেন্ট: অনলাইনে ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্পর্কিত অসংখ্য টিউটরিয়াল দেয়া আছে। এতে আপনাকে (Html,Css,javascript,Bootstrap) এ ধরনের ওয়েব ডেভেলপমেন্ট লেংগুয়েজ শিখতে হবে।আমি কিছু অনলাইন টিউটোরিয়ালের লিংক দিচ্ছি:

Talk Doctor Online in Bissoy App