তাসবীহ কখন পাঠ করতে হয়।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call
সালাতের মধ্যে রুকু ও সিজদাহ-তে তাসবীহ পড়তে হয়।

রুকুর তাসবীহ হল- (سُبْحَانَ رَبِّیَ الْعَظِيْمِ)

আর সিজদাহ-র তাসবীহ হল- (سُبْحَانَ رَبِّیَ الْاَعْلٰی)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

তাসবীহ অর্থ মহিমা, গুণগান, প্রশংসা, তসবী।
নামাযের মধ্যে রুকু-সিজদায় যে দু‘আগুলো পাঠ করা হয় তাকে তাসবীহ বলে।

তাসবীহ পাঠ করতে হয় রুকুতে গিয়ে (سبحان ربی العظيم) এবং সিজদায় গিয়ে (سبحان ربی الاعلی)।

বি.দ্র. যিকির করার ক্ষেত্রে পরিমাণ ঠিক রাখার জন্য এক প্রকার যপমাল্য ব্যবহার করা হয়, তাকেও তাসবীহ বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ