নামাজে তাসমিয়া কি পাঠ করতেই হবে।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

তাসমিয়া (تَسْمِيَة) শব্দটির অর্থ হল - নামকরণ, শিরোনাম৷ এটি তীর্থক্ষেত্রে "বিসমিল্লাহির রহমানির রহীম" এর সংক্ষিপ্ত রূপ। সালাতে 'তাসমিয়া' পাঠ করার জন্য কোন বাধ্য-বাধকতা নেই, তবে পড়া অধিক উত্তম। কেননা এ সম্পর্কে রাসূল (সঃ) বলেছেন, ‘প্রত্যেক ভালো কাজের শুরুতে যদি ‘বিসমিল্লাহ’ বলা না হয়, তাহলে তা অসম্পূর্ণ ও নিম্নমানের থেকে যায়।’ (আবু দাউদ, ইবনু মাজাহ)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ