অামি ২০১৯ এ এইচএসসি পরীক্ষা দিবো। অাজকে ফর্ম ফিলাপ করে অাসলাম৷ কিন্তুু ঐখানে রেজি নং অার সেশন চেয়েছে।  অামার  SSC এর রেজি দিয়ে এসেছি৷ সেশন টাও এসএসসির দিয়েছি৷ এখন সন্দেহ লাগছে সেশন টা কি ২০১৭ হবে না ২০১৫।??? 
Share with your friends
Call

ফরম ফিলাপে শিক্ষক/বড়দের সহায়তা নেয়া কাম্য ছিল। যত দ্রুত পারেন নিজ শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করুন। 

আর সেশন কোনটা লিখবেন তা ফরমে কোনটা চেয়েছিল সেটার উপর নির্ভর করছে। বর্তমানের ফরম সম্পর্কে ধারণা নাই।

যদি এসএসসির সেশন চেয়ে থাকে তবে 2017 বা 2015 হবে না। সেশন হবে (2017 তে এসএসসি দিয়ে থাকলে) 2015-16 সেশন। তারপরও পুরোপুরি নিশ্চিত হতে দ্রুত শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করুন। তবে এত বড় প্রবলেম হবে বলে মনে হয় না। কারণ কলেজ থেকেই সব ফরম যাচাই করবে। যাদের সমস্যা দেখা যাবে তাদের গুলো পুনরায় করাবে। তারপর তা বোর্ডে জমা দিবে। তবে আপনি আপনার দায়িত্বে অবহেলা না করে যথাযথ স্থানে যোগাযোগ করুন।
Talk Doctor Online in Bissoy App