ডাক্তার বলছে আমার নাকে DNS সমস্য আছে। ২,৩ বছর হল এই সমস্য হইছে এখন সমস্য হলো নাক দিয়ে নিঃশ্বাসের সমসা হতো তাই ডাক্তার আমাকে flonasin spry দিয়ে ছিল ঐ স্প্রে দিয়ে কোন কাজ হতো antazol drop ব্যবহার করে নিঃশ্বাস নিতে কোন সমস্য হতো না। এখন শীতের সময় তাই এই drop  দিয়ে আর কাজ হচ্ছে না, সব সময় সর্দি লেগেই থাকে আরও একটা নতুন সমস্য হচ্ছে  আগে শুধু নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতাম না! এখন রাতে শ্লেষ্মা যুক্ত কাশি হয় আর মুখ দিয়ে ও নিঃশ্বাস নিতে পারি না। গোলা ভিতর ও বকের ভিতর ভারি হয়ে থাকে। নিঃশ্বাস নি তে খুব সমস্য হচ্ছে  (সালবুটামল,মুনটিলুকাস্ট,ডক্সফাইলিন ২০০, এই ধরনের ঔ খেলে আরাম পাওয়া যায়।  এখন আমি কি করতে পারি এই সমস্য সমাধানের জন্য কি ঔষুধ খাব আর কি ভাবে কত দিন খাব।। 
Share with your friends
Call

প্রথমেই বলবো যে, Antazol drop টি আর ব্যবহার করবেন না।

আর, Flonasin spray টি ব্যবহার করতে থাকুন।

স্প্রেগুলো অনেকসময় ধীরেধীরে কাজ করে।


আপনার বুকে কফ জমে আছে। 

ডাক্তার যেহেতু বলেছেন যে, DNS হয়েছে আপনার।

আর,DNS এর একমাত্র চিকিৎসা হলো অপারেশন। 

আপনি যদি অপারেশনটি করে ফেলেন তাহলে উক্ত সমস্যাগুলো অনেকটাই দূর হবে।

আপনি, মন্টিলুকাস্ট নিয়মিত চালিয়ে যান।


হাফ লিটার গরম পানিতে Menthol এর ২/৩ টি দানা ছেড়ে দিয়ে তার ভাপ টানবেন নাকের ছিদ্র দিয়ে দিনে ৩ বার টানা ১৪/১৫ দিন।

এতে অনেকটাই উপকৃত হবেন।


পরামর্শ : গরম খাবার খাবেন।

কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে তা নাকের এক ছিদ্র  দিয়ে টেনে অপর ছিদ্র দিয়ে বের করে ফেলবেন ১০ মিনিট সময় নিয়ে দিনে ২/৩ বার।

ব্যায়াম করবেন নিয়মিত।

ঠান্ডা লাগাবেন না মোটেও।


সবশেষে: অতিদ্রুত একজন ENT বিভাগের ডাক্তার কে দেখান। 

তাকে সমস্যাগুলো খুলে বলুন।

তিনি ভাল ওষুধ লিখবেন।

সার্জারী প্রয়োজন হলে তিনি  এখুনি করতে বলবেন।

ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App