Call

শ্বাসনালীর ভিতরে আবৃত ঝিল্লিতে ব্যাক্টেরিয়ার সংক্রমণকে ব্রংকাইটিস বলে।

ব্যাক্টেরিয়ার আক্রমনে ঝিল্লিগাত্রে প্রদাহ হয়। 
অস্বাস্থ্যকর পরিবেশে,স্যাঁতস্যাতে ধুলিকনা মিশ্রিত আবহাওয়া,ঠান্ডা লাগা ও ধুম্পান থেকে এই রোগ হতে পারে। 
ধুম্পান,অস্বাস্থ্যকর পরিবেশকে এই রোগের মুল কারণ হিসেবে গণ্য করা হয়।
ব্রংকাইটিস মুলত হাচি কাশি বা কফ ,থুুুুথুর মাধ্যমে ছড়ায় না।
অার, চা খাওয়ার সময় অাপনার ব্রংকাইটিস আক্রান্ত বন্ধুর অল্প পরিমাণে থুথু অাপনার চায়ের কাপে এসে পড়ে । 
এতে করে আপনার ব্রংকাইটিস হওয়ার আশঙ্কা নাই। নিশ্চিন্ত থাকতে পারেন।
[কথা বলার সময় থুথু বার হওয়া লোকদের সাথে কথা বলার সময় দুরত্ব বজায় রাখাই উত্তম]
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ