জানতে চাচ্ছি যদি কোনো কারণবশত কারো খাতা এক্স ফেল করে তাহলে কি পরে কোন সাবজেক্ট পরীক্ষা দিতে পারবে নাকি পরের বছর দিতে হবে নাকি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও ওই সাবজেক্টে ফেল আসবো নাকি এক বছর লস দিতে হবে মোটকথা খাতায় এক্স ফেল করলে কি কি হয়
Share with your friends
Call

পরবর্তীতে সকল সাবজেক্টের পরিক্ষা দিতে হবে।তথা এক্সফেল করলে 1 year loss।

Talk Doctor Online in Bissoy App

এক্সফেল এর অর্থ হচ্ছে তুমি সে বছরের পরীক্ষার্থী হতে যোগ্যতা হারালে৷ অর্থাৎ ১ বছর লস যদি তোমাকে ১ বছরের জন্য এক্সফেল করে৷ তবে গুরুতর অপরাধ করলে বোর্ড তোমাকে ৩ বছরের জন্য এক্সফেল করবে৷

Talk Doctor Online in Bissoy App

ফেল করলে ওই সাবজেক্টে আবার পরীক্ষা দেয়া যায়। কিন্তু এক্সফেল করলে পুরা ইয়ার বাদ যাবেই সাথে যদি অপরাধ গুরুতর হয় তাহলে সাজার মেয়াদ একাধীক বছরও হতে পারে। এটা 100 ভাগ নিশ্চিত উত্তর। কারন আমি বোর্ডের এই বিষয়ে কাজ করেছি।


Talk Doctor Online in Bissoy App