আমার ফটোকপি মেশিনে কয়েকদিন থেকে ঝাপসা প্রিন্ট হচ্ছে (কালি কম দিয়ে ফটোকপি করলে যেমন হয় ঠিক তেমন)। ড্রাম ভালো আছে এবং ড্রাম ইউনিট, হিটার ইউনিট, কুলিং ফ্যান সবকিছুই খুলে পরিস্কার করলাম তার পরেও সমস্যার সমাধান হচ্ছে না। এর আগে পরিস্কার করেই সমাধান হয়ে গেছিল। কেউ সমাধান জানলে প্লিজ হেল্প করেন।


মডেল: Toshiba e-studio 2303A
ডিজিটাল মেশিন।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ভাল কোনো মেকানিক কে দেখান 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাইয়া অনেক সময় এই মেশিন গুলোতে কালি শেষের দিকে চলে আসলে এই সমস্যাটা হয় আর বর্তমানে ঠান্ডা মৌসুম তাই কাগজগুলো সবসময় গরম করে রাখবেন তাহলে দেখবেন কপি গুলো ভালো আসবে। আর টোনার রিমেনিংটা সবসময় নজরে রাখবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আরে ভাই, আপনি বসে না থেকে ভালো কোনো মেকানিককে ডাকুন। মেকানিক এসে সব ঠিক করে দেবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ