Share with your friends
Call
বাংলাদেশের হয়ে যারা খেলবেন তারা হলেনঃ "সৌম্য সরকার, সাদমান ইসলাম, মমিনুল হক, মোহাম্মদ মিঠুন, সাকিব আল-হাসান, মুসফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ এর হয়ে যারা খেলবেন তারা হলেনঃ "ক্রেইগ ব্রাথওয়েইট, কিরান পাওয়েল, সেই হোপ, শুনিল অ্যাম্ব্রিস, রষ্টন খেইস, শিমরোন হেটমায়ার, সেন ডাওরিস, দেভেন্দ্রা বিশু, কেমার রোজ, জোমেল ওয়ারিকান, ও কিমো পউল"।

তথ্যসূত্রঃ বিডিনিউজ ২৪ ডটকম।
Talk Doctor Online in Bissoy App

বাংলাদেশ দ্বিতীয় টেষ্ট একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল, মিঠুন, সাকিব আল হাসান(অধিনায়ক), মাহমুদুল্লাহ (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, নাইম হাসান।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেষ্ট একাদশ: সেই হোপ, বিশু, আমব্রিজ, পাওয়েল,ক্রাইজ ব্রাথওয়েথ, রষ্টন খেইস, হেটমায়ার, ডাওরিস, কিমার রোজ, সারমন লুইস, ওয়ারিক্যান। 
তথ্যসূত্র: https://m.cricbuzz.com/cricket-scorecard/20754/ban-vs-wi-2nd-test-windies-tour-of-bangladash-2018
Talk Doctor Online in Bissoy App