Call
রাসূল (সঃ) এর স্ত্রীর সংখ্যা ছিল ১৩ জন। তারা হলেনঃ-

→১-খাদিজা বিনতে খুওয়াইলিদ।

→২-সাওদা বিনতে জামা।

→৩-আয়িশা।

→৪-হাফসা বিনতে উমর।

→৫-জয়নব বিনতে খুযায়মা।

→৬-উম্মে সালামা হিন্দ বিনতে আবি উমাইয়া।

→৭-জয়নব বিনতে জাহশ।

→৮-জুওয়াইরিয়া বিনতে আল-হারিস।

→৯-রামালাহ বিনতে আবি সুফিয়ান।

→১০-রায়হানা বিনতে জায়েদ।

→১১-সাফিয়া বিনতে হুওয়াই।

→১২-মায়মুনা বিনতে আল-হারিস।

→১৩-মারিয়া আল-কিবতিয়া।

Talk Doctor Online in Bissoy App

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র স্ত্রী গণ এগারো জন ছিলেন। ধারাবাহিক ভাবে তাদের নাম।

  1. খাদিজা বিনতে খুওয়াইলিদ রাঃ।
  2. সাওদা বিনতে জাম‌আ রাঃ।
  3. আয়েশা বিনতে আবু বকর রাঃ।
  4. হাফসা বিনতে উমর রাঃ।
  5. যায়নাব বিনতে খুজাইমা রাঃ।
  6. উম্মে হাবিবা বিনতে আবু সুফিয়ান রাঃ।
  7. উম্মে সালামা বিনতে আবু উমাইয়া রাঃ।
  8. যায়নাব বিনতে জাহাশ রাঃ।
  9. সুফিয়া বিনতে হুয়াই রাঃ।
  10. জুয়াইরিয়া বিনতে হারেস খযাইয়া রাঃ।

11.মায়মুনা বিনতে হারেস হেলালিয়া রাঃ।

এছাড়াও আরো কিছু স্ত্রী ছিল। কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেন নাই।

তথ্য সূত্রঃ সিরাতে খাতামুল আম্বিয়া পৃঃ 26 মূল কিতাবে।

মারিয়া কিবতিয়া রাঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন না। বরং দাসী ছিলেন।

তথ্য সূত্র এখানে দেখুন।

Talk Doctor Online in Bissoy App