শেয়ার করুন বন্ধুর সাথে

প্রকাশ্য নদী দুটি হলো নীল ও ফোরাত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি’রাজে গিয়ে জান্নাতে একটি নদী দেখতে পান। যার নাম ‘সালসাবীল’। আরো দেখলেন, এ নদী থেকে দুটি শাখা বের হচ্ছে। একটির নাম ‘কাওসার’ এবং অপরটির নাম ‘নাহরুর রহমাহ’ বা করুণার ধারা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার সম্মুখে সিদরাতুল মুনতাহা তুলে ধরা হল। তখন দেখলাম চারটি নদী। দুইটি নহর হল যাহেরী, আর দুটি নহর হল-বাতেনী। যাহেরী দুইটি হল, নীল ও ফোরাত। আর বাতেনী দুইটি হল, জান্নাতের দুইটি নহর।



(সহীহ বুখারী হাদিস নম্বরঃ ৫৬১০)
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ