বিশেষকরে রুপচর্চা বিষয়ক টিপ্স।
শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

অনেকেই আছে যারা কপি পেস্ট অথবা অন্যের লেখা কপি করে তা সামান্য নিজের ভাষায় এডিট করে পোস্ট করে। কিন্তু যারা প্রফেশনাল এবং সৎ তারা অন্যের লেখা কপি করেনা, তারা সাধারনত ইন্টারনেটের বিভিন্ন ব্লগ ভিজিট করে পড়ে দেখে যে কোন বিষয়ের পোস্ট গুলো মানুষ বেশি দেখে, সেই বিষয় বা টপিকের উপর সে রিসার্চ করে এবং রিসার্চ থেকে প্রাপ্ত তথ্য সাজিয়ে নিজে ব্যাখ্যা ও সির্ধান্ত নিয়া লিখে পোস্ট করে। এক্ষেত্রে অবশ্যই ব্যক্তি ঐ টপিকের সম্পর্কে জ্ঞানী হতে হবে। আবার বহু মানুষ যারা নিজেরা কোন এক বিষয়ে দক্ষ, সেই বিষয় গুলো নিয়া টিউটোরিয়াল লিখে পোস্ট করে। এভাবে ব্লগাররা তাদের ব্লগে নিজের জ্ঞান ও মার্কেটে ভিজিটরের চাহিদা মাথা রেখে পোস্ট লেখে। তবে সর্বাজ্ঞে তার ব্লগ কোন বিষয়ের উপর তার উপর পোস্ট এর বিষয় নির্ভর করে। যেমন আপনি ডিজাইনা এবং ফ্রিলান্সার তাহলে আপনি অবশ্যই একটি লোগো কিভাবে ডিজাইন করতে হয় তা জানেন এবং লিখবেন। আবার যদি আপনি এফিলিয়েট মার্কেটার হোন তবে বিভিন্ন মোবাইল, টিভি, ফ্রিজ, ঘড়ি, গাড়ি, পার্সনাল গুডস ইত্যাদি জিনিসের ভাল দিক নিয়া লিখবেন। আবার ব্লগার হলে, টেকনোলজি, স্বাস্থ্য,  ফিটনেস, এসব নিয়া লিখতে পারেন। সর্বশেষে বলা যায়, আপনি নিজেকে ভাবিন একজন ভিজিটর হিসাবে, তাহলে টপিক পাবেন, যেমন আপনি বিস্ময়ে এসেছেন কি জন্য? নিশ্চয় আপনার কোন প্রশ্নের উত্তর জানতে, কি সেই প্রশ্ন? হতে পারে কিভাবে সাইট বানাতে হয়, হতে পারে মোবাইলের সমস্যা, যেটাই হোক আপনি দেখুন এই একই বিষয়ে অন্যরা খুজছে কাজেই এই মানুষের প্রয়োজন টা উপলব্ধি করে নিজেই সেই বিষয়ে লিখতে পারেন, আশা করি বুঝতে পারছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বিভিন্ন পত্রিকা ও অনলাইন থেকে কপি পেস্ট করে আর ইউটিউব থেকে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ