আমি গত 02-02-2017 SSC exam দেই, "টেকনিকালি ট্রেনিং সেন্ট, খুলনা" (কারিগরি শিক্ষা বোর্ড'র ওধিনে) থেকে ।(ও 2014 সালে jsc দিছিলাম)

এরপর 2017-18সেশন এ online ভর্তি আবেন করসিলাম কিন্তু দুর্ভাগ বসত আর পড়া শুনা হয় নী


so আমার প্রশ্ন বা, সমস্যা...

আমার SSC রেজিস্ট্রেশন কার্ড এর নাম এবং জন্ম তারিখ ভুল আছে, আমি এটা সংশধন করতে চাই যেহেতু , অরজিনাল মার্ক সিট/সার্টিফিকেট প্রয়জোন , সেহেতু এখানে আমি অরজিনাম মার্কসিট বা সার্টিফিকে টাই সংশধন করব...(JSC&SSC রেজিঃ কার্ড এবং মার্কসিট এ same inform)

তো, আমি কি এখন এটা সংশধন করতে পরব?

যদি পারি, তাহলে কিভাবে সংশধন করব, সম্পর্ন  প্রক্রিয়া টা বলবেন ( সহয উপায়)

আর হ্যা,

  • সংশধন করতে কি কি কাগজ-পাতির প্রয়জন পরবে ? এবং এগুলো কোথা থেকে সংরহ করব ?
  • সম্পর্ন কাজ এর জন্য কত টাকা খরচ হবে ?
  • আমি যদি নাম সংশধন করি তাহলে আমায় New মার্কসিট দিবে ?
  • online রেজন্ট এর ওয়েব থাকা আমার SSC মার্কসিট এর Name/Bron পরিবর্তন হবে?

Share with your friends
Call

ভাই, এটা সংশোধন করা এক্ষেত্রে অনেক ঝামেলার ব্যাপার। আপনি যে বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছেন সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে গিয়ে যোগাযোগ করুন। আপনাকে নিজে অথবা সারের সাথে বোর্ডে গিয়ে সংশোধনের প্রয়োজন হবে। এজন্য আপনার যা যা লাগবে বা লাগতে পারে -- *JSC এর রেজিঃ কার্ড ও এডমিট কার্ড আপনার জন্ম সনদের ফটোকপি আপনার PSC এর সার্টিফিকেট JSC এর সার্টিফিকেট *SSC রেজিঃ কার্ড ও এডমিট কার্ড SSC সার্টিফিকেট। সংশোধনের জন্য আপনার সর্বনিম্ন ১৫০০ থেকে ২০০০ টাকা খরচ হতে পারে।

Talk Doctor Online in Bissoy App