Unknown

Call

এইটা a হবে। কারণ সাংখ্যাবাচক শব্দের আগে  a বসে।

Talk Doctor Online in Bissoy App

এখানে ONE এর আগে a বসবে।কারন:O দিয়ে গঠিত সকল ওয়ার্ডের পূর্বে AN বসে শুধুমাত্র ONE এর আগে a বসে।

Talk Doctor Online in Bissoy App

এখানে Article 'a' বসবে। কারণ 'O' এর উচ্চারণ 'ওয়া' এর মত হলে Article 'a' বসে।

Talk Doctor Online in Bissoy App

এখানে Article a, an এর ভিতরে one এর পূর্বে a বসবে। সাধারণত ভাওয়ায়েল এর পূর্বে An ব্যাবহার হয় কিন্তু 

Vowel

 এর উচ্চরন যদি ওয়া এর মতো হয় তবে An এর পরিবর্তে A হয় তাই এখানে কারেক্ট বাক্য হবে নিম্নরূপঃ

I have seen a one blind man.

One এর উচ্চারন ওয়ান মানে প্রথমে ওয়া এর মতো উচ্চরন হওয়ার কারনে এর পূর্বে A Use হয়েছে।


Talk Doctor Online in Bissoy App
Call

এখানে কোনো article বসবে না এটা আমি জোর গলায় বলতে পারি।এখানে ওয়ান এর উচ্চারণ ওয়া হলেও article a/an বসবে না।ওয়ান এর অর্থ 'এক' ও a/an এর অর্থও 'এক'।তাই এখানে যদি আমরা article বসাই তাহলে বাক্যটার অর্থ দাড়ায়-'আমি একটি একজন অন্ধ লোক দেখেছি।'আর যদি article না বসাই তাহলে অর্থ হয়:'আমি একজন অন্ধ লোক দেখেছি।'আশা করি বুঝতে পেরেছেন।

Talk Doctor Online in Bissoy App

Word এর উচ্চারণ যদি ওয়া /ইউ এর মত হয় তাহলে তার আগে a বসে 

Talk Doctor Online in Bissoy App

a হবে। কারণ শব্দের শুরুতে vowels থাকলেও এর উচ্চারণ "ইউ" বা "ওয়া" হলে an না বসে a বসে। যেমন: 1. a one take note 2. a one eyed man

Talk Doctor Online in Bissoy App