আমি 2019 সালের একজন SSC পরিক্ষাথি।আমার ফোথ সাবজেট বায়োলজি।ধরুন আমি যদি আগামি পরিক্ষায় 4.00 পেলাম এবং আমি যদি ফোথ সাবজেটে A+ পাই তাহলে কত পয়েন্ট যোগ হবে?
Share with your friends

অপশনাল বিষয়ে যত পয়েন্ট পাবেন,তার থেকে ২ পয়েন্ট বাদ যাবে। অাপনি যদি অপশনাল বিষয়ে A+ অর্থাৎ 5.00 পয়েন্ট পান,তাহলে তা থেকে ২ পয়েন্ট বাদ যাবে এবং বাকি ৩ পয়েন্ট বোনাস হিসাবে যোগ হবে। কেউ যদি অপশনাল বিষয় ছাড়াই GPA 5.00 পায়, তাহলে অপশনাল বিষয়ের পয়েন্ট যোগ করা হবে না।

Talk Doctor Online in Bissoy App

ফোর্থ সাবজেক্টে যদি এ+ পান,তবে এর লেটার গ্রেড হবে ৩.০০।আর যদি এ পেতেন,তাহলে এর লেটার গ্রেড হতো ২.০০(যেটি বোনাস)

Talk Doctor Online in Bissoy App

৪র্থ বিষয়ে যদি A+ পান তবে মূল পয়েন্টের সাথে 3 পয়েন্ট যোগ হবে। ৪র্থ বিষয় ছাড়া রেজাল্ট যদি 4.00 আসে। তবে ৪র্থ বিষয় সহ আপনার রেজাল্ট হবে 4.33 । যদি ৪র্থ বিষয়ে A+ পান তবে রেজাল্ট 4.33 হবে।

Talk Doctor Online in Bissoy App