ফাইনাল পরিক্ষা দিতে দিবে না বলে??

শিক্ষক তাই বলতিছে। এটা কি সত্য নাকি ভয় দেখাচ্ছে?
জানা থাকলে বলবেন প্লিজ,,,, 


Share with your friends

Call

যদিও নিয়ম নেই তবে স্যারের সাথে কথা বললে হয়ে যায়। 

Talk Doctor Online in Bissoy App
Call

শিক্ষক সত্যি বলেছেন আপনাকে কোনো প্রকার ভয় দেখান নি । মাননীয় শিক্ষা মন্ত্রীর আদেশ ক্রমে বোর্ড কর্তিক সকল স্কুলে  জানিয়ে দেয় হয়েছে  যারা টেস্ট বা নির্বাচনী পরিক্ষায় উর্ত্তীর্ণ হতে পারবে না অর্থাৎ কোনো বিষয়ে অনতিকার্য অথবা ফেল থাকবে  তাদের ফরম ফিলাপ বা এসএসসি পরিক্ষা দিতে দেয়া হবে না ।  আশা  করি  আপনাকে বুঝাতে পেরেছি । ধন্যবাদ 

Talk Doctor Online in Bissoy App

এবার এসএসসি পরিক্ষার্থীদের জন্য শিক্ষা মন্তনালয় নোটিশ পাঠিয়েছে যে কোনো ছাত্র - ছাত্রী এক বিষয় ফেল করলে তাকে মুল পরিক্ষা দিতে দেওয়া হবে না কিন্তু স্কুল শিক্ষকের ২ বিষয় পর্যন্ত দিবে তবে কেউ যদি গনিত এবং ইংরেজিতে একসাথে  ফেল করে তাহলে কোনোভাবেই মুল পরিক্ষা দিতে দিবে না। তাই শিক্ষকরা সবাইকে ফেল না করার জন্য বলছে যাতে ছাত্র - ছাত্রী রা ভালো করে পড়াশোনা করে। 

Talk Doctor Online in Bissoy App