একটি কাজ "ক" যতদিনে করতে পারে ঐ কাজটি "খ" ও "গ" একত্রে ততদিনে করতে পারে। "ক" ও "খ" ঐ কাজটি একত্রে 10 দিনে করতে পারে। "গ" ঐ কাজটি 50 দিনে করতে পারে। "খ" ঐ কাজটি কতদিনে করতে পারবে? কেউ অঙ্ক টি করে দিন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

গ 50 দিনে করে একটি কাজ,
গ 1 দিনে করে কাজটির 1/50 অংশ,
গ 10 দিনে করে কাজটির 1/5 অংশ।

ক+খ ঐ কাজটি করে 10 দিনে,
গ+খ+খ কাজটি করে 10 দিনে,

যেহেতু,
গ 10 দিনে করে কাজটির 1/5 অংশ,
তাহলে,
2খ 10 দিনে করে কাজটির 1- 1/5 অংশ, 
= 4/5 অংশ ।
খ 10 দিনে করে কাজটির 4/5×2= 2/5 অংশ,

খ 2/5 অংশ কাজ করে 10 দিনে,
খ 1 বা সম্পূর্ণ কাজ করে 10×5/2 দিনে
= 25 দিনে।


উত্তরঃ 25 দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ