শেয়ার করুন বন্ধুর সাথে

হ্যা,চিনি খেলে যেসব সমস্যা হয় গুড় খেলেও সেসব সমস্যা হয়!অবাক হলেন?আসলে দুটিই সমান ক্ষতি করে।অনেকে মনে করে চিনি হতে গুড় ভাল।তা ঠিক।কারন গুড়ে চিনি হতে উপকার বেশি।কিন্তু ক্ষতি সমান।যেমন:গুড় তৈরি করা হয় আখ বা খেজুরের রস জাল দিয়ে।তাতে কিছু পুষ্টি পরিমান যেমন:ফসফরাস,প্রোটিন,পটাশিয়াম আছে।কিন্তু গুড়েও থাকে 60-75 ভাগ সুক্রোজ যা রক্তে চিনির পরিমান বাড়ায়।চিনিতেও একই পরিমান সুক্রোজ থাকে।তাই চিনি ও গুড় সমান ক্ষতি করে।কিন্তু গুড় চিনির থেকে বেশি উপকারি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ