MdRahimKhan

Call

সর্বোচ্চ নাম্বারের উপর ভিত্তি করে ইউনিয়ন পর্যায়ে বৃত্তি প্রদান করা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RyanRyan

Call

প্রথমেই A+ মার্ক পেতে হবে(আগে A+ মার্ক না পেলেও বৃত্তি দেওয়া হতো, এখন আর খুব একটা হয় না)। অর্থাৎ প্রত্যেক সাবজেক্টে ৮০+ মার্ক থাকতে হবে। তবে সাধারণ বৃত্তি পাওয়া যেতে পারে। আর ট্যালেন্টপুলে পেতে চাইলে প্রত্যেক সাবজেক্টে ৯০+ মার্ক থাকতে হবে। তবে শুধু মার্ক থাকলেই হবে না। বৃত্তি প্রদান করা হবে প্রশ্ন লেখার ধরন, উত্তরের যুক্তিযোগ্যতা, হাতের লেখা এবং অন্যান্য মেধাযাাচাইয়ের উপর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমার নিজেরও  এ ব্যাপারে প্রশ্ন ছিল। আলহামদুলিল্লাহ আমি জে এস সি পরীক্ষায় বৃত্তি পেয়েছি। একজন বড় ভাই হিসেবে আমি তোমাকে বলব তুমি সব বিষয়ে ৯০+ উঠানোর চেষ্টা কর। তবেই তুমি বৃত্তি পাবে ইনশাআল্লাহ।তোমার জন্য দোয়া রইল।এখানে সুনির্দিষ্ট করে বলার কিছু নেই তুমি just try করে যাও।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ