আমার বোন গতবার JSC পরীক্ষা দিয়েছিলো। সে গণিত এবং ইসলাম ও নৈতিক শিক্ষায় অকৃতকার্য হয়েছিলো।
সে এবার আবার পরীক্ষা দিবে।
কিন্তু পাস করতে রাইটিং এবং বহুনির্বাচনীতে মোট ৩৩ পেলেই কি হবে? নাকি দুই ক্ষেত্রেই আলাদা আলাদা পাস করতে হবে?
আরেকটি প্রশ্ন এবারো সে ১ বিষয়ে  ফেল করলে.. আগামি বার সে আবার পরীক্ষা দিতে পারবে?

Share with your friends
Call

দুটাতেই আলাদা আলাদা ভাবে পাস করতে হবে আর হ্যা ফেল করলে আবার পরিক্ষা দিতে হবে।

Talk Doctor Online in Bissoy App

জ্বী, জে. এস. সি. তে লিখিত এবং বহুনির্বাচনিতে আলাদা ভাবে পাশ করতে হয়। জে. এস. সি. তে লিখিত ২৩ এবং বহুনির্বাচনিতে ১০ মোট ৩৩ পেলে উক্ত বিষয়ে পাশ হয়। আর এ বছর আপনার বোন একটি বিষয়ে ফেইল করলে আগামী বছর উক্ত বিষয়ে পরিক্ষা দিয়ে পাশ করলে সব মিলিয়ে ফলাফল পাশ আসবে।

Talk Doctor Online in Bissoy App
Call

৩৩ পেলে পাশ ।কারণ সে ২০১৭ সালে ফেল করেছে।কারণ ২০১৭ সালের নিয়ম এটাই ছিল।তবে এটা যশোর বোর্ডের নিয়ম।আপনার বোন যদি অন্য বোর্ডের হয়ে থাকে তাহলে জানাবেন।তাহলে আমি আমার উত্তরটি লুকায়িত করে নিব।আর একটা প্রশ্ন করেছেন যে এবার দুই বিষয় থেকে এক বিষয় পরবর্তী তে কি এক বিষয়ে পরিক্ষা দিতে পারবে হা দিতে পারবে।কোনো সমস্যা হবে না।এই বিষয়ে প্রশ্ন জানার থাকলে মন্তব্য করে জানতে পারো।

Talk Doctor Online in Bissoy App
M A R Zihan

Call

অবশ্যই আলাদা আলাদা পাশ করতে হবে ।

Talk Doctor Online in Bissoy App