image আসসালামু আলাইকুম 

আমি একটি লো বাজেটের ভিতরে একটি গেমিং পিসি নিতে চাচ্ছি

কিন্তু বুঝতে পারছি না কোন প্রসেসর নিলে ভালো হবে

কোন গ্রাফিক্স কার্ড নিব না, নিলেও পরে 

(  Ryzen 5 2400g vs core i5 8400 ) 

গ্রাফিক্স কার্ড ছাড়া গেম খেলার জন্য কোনটা ভালো পারফোমেন্স দিবে গ্রাফিক্স কার্ড ছাড়া

আপনাদের ব্যবহারের ধারনা থেকে বলবেন। 

ইউটিউবে অনেক ভিডিও দেখেছি।

কোন টায়  Ryzen 5  2400g ভালো বলে আবার কোন টায় core i5 8400 ভালো বলে

 আর বর্তমান বাজারে এই দুই প্রসেসরের দাম কত? 

ধন্যবাদ


Share with your friends
RyanRyan

Call

image

পারফরম্যান্স এর দিক থেকে intel core i5 8400 বস। এটা ইন্টেলের 8th জেনারেশনের প্রসেসর। এটার core সংখ্যা 6টি। এর মাক্স turbo speed 4.0 GHz পর্যন্ত। তাছাড়া এতে আছে 9MB Cache, এবং যেহেতু আপনি আপাতত গ্রাফিক্স কার্ড কিনতে চাচ্ছেন না তাই এতে ভালো গ্রাফিক্স পাবেন। এতে আছে Intel UHD Graphics 630। এর বর্তমান দাম ২২৫০০ টাকা।
অন্যদিকে দামের দিক থেকে ryzen 5 2400g ভালো হবে। যদিও এটার পারফরম্যান্স ইন্টেলের মতো হবে না, তবে সেই তুলনায় এর দাম অনেক কম ১৫০০০ টাকা। এখন বাকিটা আপনার বিষয়। আপনার কাছে কোনটা ভালো লাগে সেটা আপনার ব্যাপার। তবে যেহেতু গেমিংয়ের জন্য নিবেন তাই আমার সাজেস্ট থাকবে Intel Core i5 8400, বিস্তারিত দেখুন:

Intel Core i5 8400

ryzen 5 2400g

Talk Doctor Online in Bissoy App
Waruf

Call

আমার সাজেস্ট হচ্ছে গেমিং এর জন্য ইন্টেল ভাল নয়। এএমডি ভাল। কিন্তু এএমডি নিলে আপনাকে অবশ্যই গ্রাফিক্স কার্ড নিতে হবে। গ্রাফিক্স কার্ড ছাড়া এএমডি তেমন কাজের নয়। তাই রাইজেন ৫ ভাল হবেনা। অন্য দিকে ইন্টেল গেমিং এর জন্য ভাল না হলেও বিল্টইন গ্রাফিক্স যা থাকে তাহা যথেষ্ট। এক্সট্রা গ্রাফিক্স ছাড়াউ ভালভাবে চালাতে পারবেন। তাই কোর আইভ৫ নিতে পারেন। তবে সির্ধান্ত আপনার।

Talk Doctor Online in Bissoy App