ডক্টর বিমাল সাজের কেমন ডক্টর ?... আর ওনার চিকিৎসা কেমন?....উনি যে সিটি এঞ্জিওগ্রাম এর কথা বলেন ওটা নরমাল এঞ্জিওগ্রামের থেকে ভালো না খারাপ আর সঠিক কি?......উনি অপারেশন ছাড়া চিকিৎসা করতে চান এটা কতটুকু সেফ অর আনসেফ?তাতে কি স্থায়ীভাবে হ্রিদরোগ ভালো হয়? আমার বুকে হটাত গত সপ্তাহে প্রচন্ড বেথা হয়।পরে রাজশাহী মেডিকেলে দেখালে ওখানকার ডক্টর বলে আমার হার্ট এটাক হয়েছিল। তবে অনেক টেস্ট করা হয় সব ই নরমাল পায়।তখন এঞ্জিওগ্রাম করার জন্য জোর করে ওখানকার ডক্টর আর ভয় ও দেখায় আমার মা বাবাকে যে অই স্ময় না করলে আর সময় নাও পেতে পারি। কিন্তু,আমি চলে আসি।এখন চাই ইন্ডিয়াতে ভাল একটা হার্টের ডক্টর দেখাতে চাই।কাকে দেখাবো? বিমাল সাজের ডক্টর কেমন।  
শেয়ার করুন বন্ধুর সাথে