না গরববতি হওয়া অবস্থায় পিল খাওয়ানো হয়নি।

rojen 28 নামে পিল আগে থেকে এ খাচ্ছিল।কিন্ত গত ৬-৯-২০১৮ তারিখে মিলনের পরে আমার মনে হচ্ছিল যে প্রেগনেন্ট হয়েছে কিনা।
তার পরে ২১-৯-২০১৮ তারিখে প্রিয়ড হয়।কিন্তু খুবি কম। তার কিছু দিন পরে থেকে তার প্রচন্ড আকারে ঘুম বেরে জায়। তাই তার প্রেগনেছি টেষ্ট করাই, প্রথম টেষ্ট করাই ৩-১০-২০১৮ তে রিপোর্ট ২.৩০ আবার ৪-১০-২০১৮ তে টেস্ট করাই তখন রিপোর্ট ২.৪০। তার পরে পিল খাওয়ানো বন্ধ করে দেই, তার পরে ঘুম আগের থেকে কুমে গেছে, এবং কিছু দিন বরে আবার প্রিয়ড হয়। কিন্তু  ৪/৫ দিন ধরে তার দিনের অনেকটা সময় মাথা বেথা আর ঘুম বেরে গেছে।কিন্তু চাঁ খেলে মাথা বেথা থাকে না। আবার অমেক পরে মাথা বেথা বেরেে যায়। 
তাই জানতে চাচ্ছি রিপোর্ট  ১৯/২০ কেনো হলো?
পিল খাওয়ানোর জন্য বা খাওনো বন্ধ করার জন্য প্রিয়ড হলো কিনা?

Share with your friends

বাচ্চা গর্ভে এলে সাধারণত প্রিয়ড বন্ধ হয়ে যায়। তবে কারো ক্ষেত্রে ব্যতিক্রম কিছুও ঘটতে পারে। কিন্তু আপনার কেসটা দেখছি একটু জটিল; তাই পিল খাওয়াবেন কি খাওয়াবেন না সেটি নিয়ে, আপনার জন্য উচিত হবে কোনো বিশেষজ্ঞ গাইনির সাথে আলোচনা করা। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App