ডাচবাংলা ব্যাংকে নতুন একাউন্ট খুলতে কি কি লাগে ও ATM CARD পেতে কি করতে হয় ?
Share with your friends

আপনার আইডি কার্ড ও আপনার নমিনীর আইডি কার্ড এর ফটোকপি। আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি লাগবে। আর আপনার 3 কপি আর আপনার নমিনীর 1 কপি ছবি লাগবে। এবং ছয়শত টাকা জমা রাখতে হবে। আপনার কাছ থেকে বার্ষরিক কোন চার্জ কাটা হবে না। আপনাকে বছরে 4% মুনাফা প্রদান করা হবে। আর একজন সনাক্তকারীর সিগনেচার ও তার একাউন্ট নাম্বার লাগবে।

ডাচ বংলা একাউন্ট এবংATM card পাওয়ার জন্য আপনাকে ৩ টি বিষয় নজর দিতে হবে।

১. আপনার জাতীয় পরিচয় পএ থাকলে একাউন্ট খুলতে পারবেন যদি না থাকে চিন্তা নেই   কারন ডাচ বাঙলা ব্যাংক  স্কুল সঞ্চয হিসাব নামে একটা হিসাব আছে যেখানে আপনার জন্ম নিবন্ধন এবং স্কুলের আইডি কার্ড থাকলে আইডি কার্ড নিয়ে যেতে হবে         

২. আপনার হিসাব খোলার পর একটা কার্ডের জন্য দরখাস্ত করলে আপানাকে  ATM card দিবে এবং প্রতি বছর প্রায় ২০০-৩০০ টাকা কেটে নিবে চার্জ হিসেবে

৩. আপনার একাউন্টের ধরন কিরুপ তার হিসাব খোলার সময় চিন্তা করতে হবে যেমনঃ চলতি হিসাব, সঞ্চয  হিসাব নাকি স্থায়ী হিসাবে  

Talk Doctor Online in Bissoy App