এটির র্যাম কত এবং রম কত হবে ক্যামেরা কত হবে দুটি আর ব্যাটারি কেমন হবে । এই ফোনটি কি হ্যাং হবে আর এটি কি Dslr হবে আর বিডিও রেকডর্ড কি HD হবে ।তারাতারি বলবেন!
Share with your friends
Call

Redmi Y1 Lite

তাই ফিচার প্রায় ১৯-২০। এই ফোনেও রয়েছে ফোনের সামনে রয়েছে ৫.৫ ইঞ্চি IPS HD ডিসপ্লে সাথে 2.5D কার্ভড গোরিলা গ্লাস। ফোনের ভিতরে রয়েছে 1.4Ghz Qualcomm Snapdragon 425 অক্টাকোর প্রসেসার। সাথে রয়েছে Adreno 505 GPU আর 2GB RAM। নতুন এই ফোনে স্টোরেজ অপশান 16GB যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। এই ফোনের প্রধান আকর্ষন সেলফি ক্যামেরা। ফোনের সামনে আছে 16MP f/2.0 সেলফি ক্যামেরা। সাথে আছে সিঙ্গেল এলিডি সেলফি ফ্ল্যাশ। ফোনের পিছনে রয়েছে 13MP ক্যামেরা যা কম আলোতে ভালো ছবি তুলতে সক্ষম। নতুন Redmi Y1 Lite-এ আছে 3080mAh ব্যাটারি। ফোনের অপারেটিং সিস্টেম MIUI 8 যা চলে Android Nougat 7.0 দিয়ে। নভেম্বর মাসেই এই ফোনের গ্রাহকরা MIUI 9 আপডেট পাবেন বলে জানিয়েছে শাওমি। আগের ফোনটির মতোই এই ফোনের পিছনে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর উপরে রয়েছে আই আর ব্লাস্টার যার মাধ্যমে যেকোন রিমোটের কাজ করা যাবে। ফোনের ওজন ১৬০ গ্রাম।

Talk Doctor Online in Bissoy App