ভাবছি কোন ফোনটা কিনবো? কোনটা ভাল হবে ।সবার মতামত আশা করছি ।ধন্যবাদ,
Share with your friends
RyanRyan

Call

imageXiaomi Redmi 6A টাই নিতে পারেন। বর্তমানে গ্যালাক্সি j2 core এর দাম ৮৫৯০ টাকা, এবং Redmi 6Aএর দাম ৯৯৯৯ টাকা। দামে একটু বেশি হলেও Redmi 6Aতে পাবেন বেশি স্ক্রীন রেজুলেশনের, বেশি র্যাম আর স্টোরেজ, আর ভালো ক্যামেরা। এতে প্রসেসর পারফরম্যান্সও বেশি থাকছে। আরেকটা পয়েন্ট Redmi 6Aতে পাবেন 18:9 aspect রেশিও ডিসপ্লে, মানে দুদিকে কম বেজেল যা দেখতে সুন্দর লাগে। এছাড়াও পাবেন MIUI 10, যা যথেষ্ট কাস্টোমাইজ করতে পারেন। তবে j2 core যে খারাপ তা নয়। বাকিটা আপনার একান্ত পছন্দের ব্যাপার। তবে দুটোর মধ্যে Compare দেখতে এই লিংকে যান, বিস্তারিত জানতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

J2 Core আপনি এই ফোনটা নিতে পারেন, এটা অনেক ভাল।গরম হয়না,আর সবচেয়ে ভাল কথা এটার ক্যামেরা অনেক ভাল, ।আর শাওমী ফোন গরম হয়।।

Talk Doctor Online in Bissoy App

Samsung galaxy j2 নিতে পারেন।ফোনটা সবদিকে ভালো।

Talk Doctor Online in Bissoy App