যে কোন apps ইনস্টল করার পর অভ্যান্তরিন ম্যামরি থেকে ম্যামরি কার্ডে সরানো উপায় কি ৷অ্যপ তথ্য তে গিয়ে সরানো যাচ্ছে না৷৷
Share with your friends

install করা অ্যাপস মেমরীতে সরানোর জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে apk2sd এটি play store তে সার্চ করলেই সাথে সাথে পেয়ে যাবেন।

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

না। ইন্সটল করা এপ্স গুলো আপনি  মেমোরি কার্ড এ নিয়ে আসতে  পারবেন না। এমন কোন  সিস্টেম নেই। 

Talk Doctor Online in Bissoy App
Waruf

Call

এনড্রয়েড লো ভার্সন গুলোতে ডিফল্ট রাইট ডিস্ক এসডি কার্ড করে কিছু এপের ডাটা মোভ করে মেমরিতে আনা যায়।। এপস ম্যানেজার এ যান তারপর কাঙ্খিত এপটিতে ক্লিক করুন সেখানে দেখতে পাবেন মোভ টু এসডি কার্ড। ক্লিক করলে হবে। কিন্তু মনে রাখবেন সকল এপস সাপোর্ট নেয়না। এন্ড্রয়েড  ৭.০ সহ এবং  এর উপরের ভার্সন গুলোতে এই কাজ করতে হলে আপনাকে এসডি কার্ডকে ইন্টার্নাল মেমরি হিসাবে সিলেক্ট করতে হবে। তারপর মেমরি ফরম্যাট হবে। কিছু সিস্টেম ডাটা মেমরিতে চলে আসবে তারপর পর ডেভেলপার অপশোন অন করতে হবে। সেখানে লাস্টের দিকে পাবেন Force Allow apps on external, সেটা অন করতে হবে তারপর পুর্বের মত এপস ডাটা মুভ করতে পারবেন। কিন্তু এক্ষেত্রেও সকল এপস মুভ হয়না। যায় হোক এই হচ্ছে নিয়ম। 

Talk Doctor Online in Bissoy App