HGH ইঞ্জেকশন কোথায় পাওয়া যাবে? দাম কত হবে?  আমার বয়স ২০ বছর। বিগত ৪/৫ বছরে আমি এক চুল ও লম্বা হইনি। এখন HGH ইঞ্জেকশন নিলে আমার উচ্চতা বাড়তে পারে বলে একজন আমায় পরামর্শ দিয়েছেন।  hgh ইঞ্জেকশন কোথায় পাওয়া যাবে? মূল্য কেমন হবে? কোর্স টা কেমন ? 
Share with your friends
ভাই এটি আমাদের দেশে পাওয়া যায়না ইউএস তে এই ইঞ্জেকশন পাওয়া যায় দাম ২ ডলার থেকে ১০ ডলার হয়ে থাকে তবে ইন্ডিয়া এই ইঞ্জেকশন আমদানি করে । আপনি ইন্ডিয়া থেকে আনাতে পারেন কেউ দিয়ে বা ভালো ফার্মিসিতে বলে যারা বাহিরের ঔষদ বিক্রয় করে। তবে ডাক্তারের পরামর্শ অবশ্যাই নিবেন এর সাইড ইফেক্ট আছে
Talk Doctor Online in Bissoy App