জ্বী না । কোন কিছুর নাম না নিলে বা উদ্দেশ্য না থাকলে এটা কসম না । মুসলিমের কসম অধ্যায়ের হাদীস অনুযায়ী, আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে কসম করা যাবে না । যেহেতু কোন কিছুর নাম নেননি সেহেতু এটা কসম না । মনে যদি আল্লাহ বা অন্য কিছুর উদ্দেশ্য না থাকে তাহলে তা কসম হবে না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SaponMolla

Call

কসম করা বা কসম খাওয়া, যে কসম করে বলছি এটা করিনি ওটা করিনি,এটা করবো ওটা করবো এই বিষয়ে ইসলামের পরিভাষায় কসম করা কাফিরের কাজ হিসেবে গন্য করা হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইহা কসমের পর্যায়ে যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমানতের কসম খাবে, সে আমাদের দলভুক্ত নয়। অথবা, যে ব্যক্তি গায়রুল্লাহর নামে কসম করে, সে কুফরী অথবা শির্ক করে। আল্লাহ ছাড়া কোন সৃষ্টি যেমন, পয়গম্বর, কাবা, ফিরিশ্তা, আসমান, জমীন, বাপ-দাদা, জীবন, আত্মা, মাথা, সন্তানের মাথা ইত্যাদি। আমানতের কসম অধিকতর কঠিন-ভাবে নিষিদ্ধ। কসম যদি করতেই চান তাহলে আল্লাহর কসম আমি উমুক কথা বা কাজ করিনি এমন বলতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ