Share with your friends

কর্তৃপক্ষ নতুন কিছু নিয়ম-কানুন প্রচলিত করায় এখন ডেইলি পোস্টের সংখ্যা আগের চেয়ে অনেক কমে গিয়েছে। এখন প্রতিদিন ১০-১২ টার বেশি পোস্ট হয় না, আবার কখনও এর থেকে বেশিও হয়। কতটা হয় তা সঠিকভাবে বলা মুশকিল।

Talk Doctor Online in Bissoy App
Call

এর সঠিক উত্তর দেওয়া যাবেনা,কারন ট্রিকবিডিতে অনেক সদস্য রয়েছেন,তাদের মধ্যে "Author" অর্থাৎ ট্রেইনাররা যদি পোস্ট করেন তাহলে সেটি পাবলিশ সাথে সাথে হয়ে যায়,।মাঝে মধ্যে "contributor" দের পোস্ট এডমিন/মডারেটর কর্তৃক পাবলিশ করা হয়।ট্রিকবিডির পোস্ট প্রতিদিন ট্রেইনারদের উপর নির্ভর করে,অর্থাৎ তারা যদি পোস্ট করে তবে সেই পোস্টটি সবাই পাবে।

Talk Doctor Online in Bissoy App