অটোক্যাড শিখবো।

এর জন্য কম budget এ সবচাইতে ভালো হবে এমন laptop এর দাম জানতে চাই।

Share with your friends
Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

আপনি HP 14 R217TU:মডেলের ৩০ হাজার টাকার চেয়ে কম দামী ল্যাপটপগুলোর মধ্যে এ মডেলটিকেও একটা যোগ্যতর অবস্থানে রাকতে পারেন। পেন্টিয়াম কোয়াড কোর 2.16 GHz প্রসেসর, ২ জিবি DDR3 র‌্যাম এবং ৫০০ জিবি হার্ড ড্রাইভ এটিকে আপনার দৈনন্দিন কাজ চালানোর মত প্রয়োজনীয় শক্তি আর সামর্থ্য সরবরাহ করছে। স্ক্রীনের আকৃতি ১৪.১ ইঞ্চি, যা সাধারণ কাজ চালানোর যথেষ্ট। বাড়তি সুবিধা হিসেবে থাকছে ডুয়েল লেয়ার ডিভিডি রাইটার। এছাড়া অন্যান্য সাধারণ ফিচারগুলো যেমন: এইচডি ওয়েবক্যাম এবং মাইক্রোফোন, ব্লু-টুথ, মাল্টি কার্ড-রিডার, ইথারনেট ল্যান তো রয়েছেই। এলইডি ব্যাক ডিসপ্লে চালিত এ ল্যাপটপটিতে ব্যাটারী ব্যাক-আপ পাওয়া যাবে প্রায় সাড়ে ৫ ঘন্টা।

Talk Doctor Online in Bissoy App