শেয়ার করুন বন্ধুর সাথে

শিবাজির শাষনব্যবস্থার সঙ্গে যুক্ত আটজন মন্ত্রীকে 'অষ্টপ্রধান' বলা হতো।

তাঁরা হলেন

১) পেশোয়া [ প্রধানমন্ত্রী ]

২) অমাত্য [ রাজস্বমন্ত্রী]

৩) ওয়াকিয়ানবিশ [রাজ্যের সকল বিবরণ লিপিবদ্ধকারী ]

৪) দবীর বা সুমন্ত [পররাস্ট্রমন্ত্রী]

৫) সচিব বা সর্ণাবিস [সরকারি পত্রাদি প্রেরণের ভারপ্রাপ্ত মন্ত্রী]

৬) পন্ডিতরাও [ধর্মাধ্যক্ষ]

৭) ন্যায়াধীশ [প্রধান বিচারপতি]

৮) সেনাপতি বা সর-ই-নৌবত্‍ [সামরিক বিভাগের ভারপ্রাপ্ত]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ