প্রথমত নিয়মিত চর্চা করতে হবে, ভোকাবুলারী জ্ঞান বাড়াতে হবে,গ্রামারের চিন্তা বাদ দিয়ে পড়ালেখা করুন। কিছু ফেসবুক গ্রুপ যেমন - search english, magic English learning ইত্যাদিতে নিয়মিত সময় দিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

নিয়মিত বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলেন, ভুল হলে কোন সমস্যা নাই। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এভাবে বন্ধুদের মাঝে একটা গ্রুপ তৈরী করুন যেখানে সবাই দৈনিক কিছু সময় ইংরেজিতে কথা বলবেন। আর বেশি বেশি করে ইংলিশ কার্টুন, মুভি দেখুন । তাহলেই ইংরেজিতে ভালো করতে পারবেন। ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইংরাজিতে ভালো করতে হলে যা করবেন - 

  • বাক্য তৈরি  জনা।
  • প্রতি টা ইংরাজির বাংলা অর্থ জানা।
  • নিয়মিত চর্চা।
  • তথ্য প্রযুক্তি ব্যাবহার করে ইংরেজি শেখা।
বাক্য তৈরিঃ ইংরাজিতে ভালো করতে গেলে আগে বাক্য গঠন করা শিখতে হবে। তবে তার আগে অর্থ জানাই ভালো।

নিয়মিত চর্চাঃ মানুষ অভ্যাসের দাশ। মানুষ নিজের মেধার সাহায্যে প্রায় সকল কাজেই সফল।  আর চর্চা ছাড়া মেধার বিকাশ হয় না।


তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যাবহার করে ইংরেজি শেখাঃ ইংরাজি শেখার জন্য আপনি গুগল অনুবাদের সাহায্যে নিতে পারেন। এতে ইংরাজিতে দক্ষতা বাড়বে। 


[আশাকরি বুঝেছেন ]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Imranmir

Call

আমার স্কুলের ইংরেজি শিক্ষক বলেছেন প্রতিদিন যদি একটি করে ইংরেজি শব্দ অর্থ পড় তাহলে ৩৬৫ দিনে ৩৬৫টি শব্দ শিক্ষতে পারবে।আসলে কথাটি ছোট হলেও কথাটির গুরুত্ত অনেক বেসি।আপনি যদি প্রতিদিন ১০টা অথবা ৫টা কমপক্ষে ৩টা শব্দার্থ পড়েন তাহলে আপনি ইংরেজিতে অনেক উন্নতি করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইংরেজিতে দক্ষ হবার জন্য আপনাকে অবশ্যই গ্রামার ভাল করে জানতে হবে এবং ইংরেজি শব্দের ভান্ডার বাড়াতে হবে।গ্রামার ভালভাবে শেখার জন্য একেবারে গোড়া থেকে শুরু করুন।অর্থাৎ,সেন্টেন্স স্টাকচার,টেন্স,পার্টস অফ স্পিচ এগুলো পারি বলে এগুলো বাদ দেয়া যাবে না।বরং এগুলোই অনেক ভালভাবে আয়ত্ব করতে হবে।শব্দের পরিধি বাড়ানোর জন্য ইংলিশ সাবটাইটেল সহ মুভি দেখুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনে চাইলে মোবাইল দিয়ে ও ভালো ভাবে খুব সহজে ইংরেজী শিখতে পারেন। আরো ভালো বুঝতে পারবেন এই ভিডিও টি দেখলে https://youtu.be/ySgASD9blSw

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
সময়

Call

আপনি একটি অনেক গুরুত্ব পূর্ণ বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। ইংরেজিতে ভালো হতে হলে আপনাকে খুব ধৈর্য ধারণ করে ধাপে ধাপে আগাতে হবে। প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে দিনের নির্দিষ্ট একটি  সময় ইংরেজির জন্য ব্যায় করতে হবে। ইংরেজী পত্রপত্রিকা পড়তে হবে নিয়মিত। অজানা শব্দের অর্থ জেনে নিতে হবে সাথে জানতে হবে ইংরেজি প্রতিশব্দও।প্রথম প্রথম একটু একঘেয়ে লাগবে কিন্তু ধীরে ধীরে আপনার শব্দ ভান্ডার বাড়তে থাকবে। আপনার সুন্দর জীবন কামনা করছি। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ