চিকিত্সার ক্ষেত্রে অপারেশনই শ্রেয়। বহিঃবিভাগেই এই অপারেশন সম্ভব। ছোট একটি অপারেশনের মাধ্যমে পানি ও হাইড্রোসিল থলি অপসারণ করা হয়। সাধারণত এই অপারেশন করার জন্য অজ্ঞান করার প্রয়োজন হয় না। শরীরের নিম্নাংশ অবশ করে অপারেশন করা হয়। অন্য পদ্ধতিতে সূঁচের সাহায্যে পানি অপসারণ করে সে জায়গায় কিছু ওষুধ দেয়া হয় যাতে পুনরায় পানি না জমে। এই ক্ষেত্রে প্রচন্ড ব্যথা, সংক্রমণ সহ পুনঃ প্রাদুর্ভাব জটিলতা দেখা দিতে পারে।

 সূত্র:

The Daily Ittefaq




ঢাকা, শনিবার, ২২ মার্চ ২০১৪, ৮ চৈত্র ১৪২০, ১৯ জমা.আউয়াল ১৪৩৫


আর হোমিও চিগিৎসা পেতে নিম্নের ঠিকানায় যোগাযোগ করতে পারেন-

ডা. এমএন ইসলাম মেডিক্যাল সেন্টার, আমতলী, মহাখালী, ঢাকা। ০১৭৫২১১৭১৬১

আপনার প্রতি শুভ কামনা রইল।

Talk Doctor Online in Bissoy App