আমার ফোনের মডেল WALTON Primo NH2 lite...এটার নেটওয়ার্ক খুব কম।একই জায়গা হতে আমার ফ্রেন্ডসরা যখন Full 3G চালায় তখন আমারটা 2G।3জি পেলেও স্পিড কম।খুব যাওয়া-আশা করে। অভিজ্ঞদের কাছে জানতে চাই। দয়া করে সমাধান দিন।
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার হ্যান্ডসেটটি যদি ৪জি সাপোর্টেড হয়, তাহলে সিমটাও ৪জি করে নিন৷ কিছুটা স্পিড বাড়তে পারে৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ