ipay তে রেজিস্ট্রেশন করে ছিলাম। এখন প্রশ্ন হলো ipay থেকে কি কল করে ভেরিফিকেশন করে? আজ আমাকে কল করে ipay এর পরিচয় দিয়ে ভেরিফিকেশন এর কথা বলে আমার ফুল এড্রেস চাইছিল       ।  এখন এটা  ipay এর নীতিমালা?  নাকি কেও ভোকাস দিলো নাম্বারের শুরু +880963 দিয়ে শুরু   
Share with your friends
Jamiar

Call

 আপনি যদি i pay এ রেজিস্টেশন করে থাকেন তাহলে প্রশাসন আপনাকে কল করে আপনার পরিচয় নিয়ে আপনার  ipay এর রেজিস্টেশন ফরম এর সাথে মিলিয়ে নিয়ে সব তথ্য সঠিক হলে আপনার ipay একাউন্ট  ভেরিফিকেশন করবেন।তবে রেজিস্টেশন ফরমে কিছু অংশ বাথ পরলে তারা আপনাকে ফোন করে বলে দিবে।এবং সঠিক ভাবে ipay রেজিস্টেশন করতে বলবে।

আর এটা ভোকাস নয়।  
বি:দ্র আমাকেও ফোন করেছিলো আমার ipay এপ্স টি আপডেট করার জন্য। আর আমার ব্যাংক একাউন্ট না থাকায় ipay রেজিস্টেশন ভেরিফিকেশন করেন নি।
Talk Doctor Online in Bissoy App