Waruf

Call

কঠিন একটা প্রশ্ন করলেন ভাই। এক কথায় উত্তর হবেনা তেমনি এক এক জন এক এক রকম বলতে পারে যা ভুল বলা কঠিন। আমি একটু বলার চেষ্টা করছি এখানে। উইনডোজ সিস্টেমে কোন সফটওয়ার ইন্সটল দিলে তা সাধারন সি ড্রাইভের প্রোগ্রাম ফোল্ডারে যায় এটা প্রায় সকলেই জানে। কিন্তু কিছু ডেটা ফাইল ও ক্যাশ ফাইল user এর ভেতর লোকাল ও ইউজার নেম ফোল্ডারে যায় যার কিছু ফোল্ডার আবার দেখা যায় কিছু ফোল্ডার hide  থাকে। যদিও এই ইউজার ফোল্ডারও সি ড্রাইভে। আবার ঐ সফটওয়ারের রেজিস্ট্রি ফাইল কম্পিউটারের গ্রুপ পলিসির রেজিস্ট্রি অংশে লিংক হয়। আবার কিছু সফটওয়ার সি ড্রাইভে যায় (প্রোগ্রাম ফোল্ডারে না)।  আবার কিছু সফটওয়ার আপনি লোকেশন সিলেক্ট করে দিতে পারেন সেখানে যায়। কিছু আবার বিশেষ আর্কাইভ ফাইল হিসাবে থাকে যা ইন্সটল মানে   Desktop  এর উপর extract হয়। কিছু আবার পোর্টেবল বলে ইন্সটল করা লাগেনা। কপি করে যেখানে খুশি রাখুন আর ব্যবহার করুন। কাজেই আপনি কি ধরনের গেম ইন্সটল করেছেন তা কোথায় এটা জোর দিয়ে নির্দিষ্ট লোকেশন বলা মুশকিল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ