শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

আমরা জানি আলো সরল রেখায় চলে,  কিন্তু পথে বাধা পেলে প্রতিফলন ধর্মের জন্য ফিরে আসে, এই ফিরে আসা নির্ভর করে প্রতিফলক পৃষ্ঠের প্রতিফলন ক্ষমতা বা চাকচিক্যের ওপর। এবং ফিরে কত টুকু বেকে যাবে তা নির্ভর করে আপাতন কোনের উপর। তো আলো যখন এক ঘন মাধ্যম থেকে অন্য ঘন মাধ্যমে প্রবেশ করে তখন ঐ অধিক ঘন মাধ্যমটি প্রতিফলক হিসাবে কাজ করতে চাই এক্ষত্রে আপাতিত তলে সংকট কোনের চেয়ে ক্রান্তি কোন বড় হলেই তবে আলো প্রথম মাধ্যমে ফিরে আসে। কিন্তু তার ক্ষমতা কম ও আলো প্রবেশ্য হওয়ায় আলো ঘন মাধমে প্রবেশ করে। কিন্তু হালকা ও ঘন মাধ্যমের বিভেদতলে আলো হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমটি কত ঘন তার পরিমানের উপর ভিক্তি করে বিভেদ তল থেকে প্রতিফলন ধর্মের কারনে মুখ পরিবর্তন করে বেকে যায় কিন্তু ঘন মাধ্যমে পুনরায় সরল রেখায় যায়। তবে পূর্ন অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে অধিক ঘন মাধ্যম থেকে কম ঘন মাধ্যমে যেতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ