আপনার মেমরিটা ঠিক হওয়ার সম্ভবনা ৯৫.৫% । স্টেপ বাই স্টেপ করবেন ১। প্রথমে মেমরি কার্ডটা ভাল করে পর্যবেক্ষন করে দেখেন তো কোনো ভাবে ভেঙ্গে গেছে না তো ? যদি ভেঙ্গে যায় তবে আর কোনো কাজ হবে না । ২। যদি মেমরিটা অক্ষত থাকে তবে মেমরি টা হাতে নিয়ে সফট কাপড় দিয়ে মুছে নিন। ৩। এবার একটা ব্লেড নিন । ৪। তারপর মেমরিটার যে পার্শে সোনালী পাথ গুলো আছে ঐ গুলোকে খুব সাবধানে ব্লেড দিয়ে হালকা ভাবে শুধুমাত্র পাথ গুলোতে এটা ঘষতে হবে।খেয়াল রাখতে হবে যেন পাথের বাইরে কোনো আছড় না পড়ে । ৫। আবার একটা সফট কাপড় দিয়ে মুছে নিন। ৬। এবার ফোনে বা কম্পিউটার দিয়ে দেখেন কি হয় । **[ উত্তরটা ভাল লাগলে লাইক / ভোট দিবেন ]** ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ